ফেসবুক আইডি হ্যাক করে এমপি শাওনের বিরুদ্ধে অপপ্রচার

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

 

মিলি সিকদারঃফেসবুক আইডি হ্যাক করে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। মঙ্গলবার জার্নালিস্ট মিলি সিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার করা হয়। এ ব্যাপারে মিলি সিকদার মঙ্গলবার রাতে লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছে। পরে লালমোহন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মিলি সিকদার জানায়, তার বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। তার ফেসবুক আইডি দেড় মাস আগে হ্যাক করে ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুলের বিরুদ্ধেও অপপ্রচার করা হয়। ওই সময় মিলি সিকদার বোরহানউদ্দিন থানায় মামলা করে। মঙ্গলবার বিকেলে ওই একই আইডি থেকে এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে নিয়ে কয়েকটি অপপ্রচারমূলক পোস্ট করা হয়। এসব পোস্ট মিলি সিকদার করেনি বলে সে দাবী করে। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ তার আইডি হ্যাক করে এমন অপপ্রচার করে। এতে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেস্টা চলছে। এর সাথে যেই জরিত থাকুক তার দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন মিলি সিকদার।