লালমোহনে গ্রামীন জন উন্নয়নে এগিয়ে চলছে (এস ডি এফ) কার্যক্রম

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

ভোলা প্রতিনিধি ঃ

লার লালমোহন উপজেলা লডহার্ডিঞ্জ ইউনিয়ন পূর্ব সৈয়দাবাদ গ্রামে,সোশ্যাল ডেভেলপমেন্ট এর প্রকল্পের আওতায় মস্য জীবি গ্রাম সমিতির সমস্যা এবং বিপদাপন্ন বিশ্লেষণ ও নিরাসনের উপায় নিধারনের এক বিশাল কর্মশালার আয়োজন করে, লালমোহন উপজেলা সোশ্যাল ডেভেলপমেন্ট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,গ্রাম সমিতির সভাপতি মোঃ মোসারফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা এর ঝ উ ঋ কর্মকতা লাবলু বড়ুয়া। আরো বক্তব্য রাখেন, ঈ ঋ- প্রণব বৈদ্য,ঈ ঋ-লিপিকা সরকার। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ সামছুউদ্দিন। গ্রামের সমস্যা বিষয়ে বলেন-মরিয়ম,হাসিনা,শিরিনা,কুলসুম, ছালমা।যুব সমাজের হয়ে কথা বলেন- ট্রল মেসতিরী কবির মিয়া,তামিম, মিলন,দেলোয়ার। অপর দিকে বদরপুর ইউনিয়নে,দেবীরচর মস্যজীবি গ্রাম সমিতির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মনির মোল্লা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,ঈ ঋ লিপিকা সরকার, নির্বাহী সদস্য ফখরুল আলম, নুরুনবী মাঝি,হাসিনা মমতাজ(ক্যাশিয়ার) বক্তব্য রাখেন,নাসিমা,রেপু বেগম। লালমোহন (এসডিএফ)এর কর্মকতা লাবলু বড়ুয়া বলেন,আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লালমোহন উপজেলা মস্য কর্মকতা,কিন্তুু তিন জুরুরি কাজে ঢাকায় অবস্থান করায় আসতে পারেনি। তবে তিনি জানিয়েছেন গ্রাম সমিতির কাজে লালমোহন মস্য অফিস সকল ধরনের সাহায্য ও সহযোগিতা করবেন বলে আসস্ততো করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,সোশাল ডেভেলপমেন্ট গ্রামের উন্নয়ন জন্য মস্যজীবি জনগোষ্ঠী কে বিশুদ্ধ পানি পান করার লক্ষে ৫টি গভীর নলকূপ স্থাপনা এবং বেরীবাধ সংলগ্ন কাচা রাস্তা মেরামত,ইট সলিং করে সমস্যা সমাধান ও মতামত পেশ করেন।