মনপুরায় সরকারী কাজে বাধাঁ দেওয়ায় ১ জনের কারাদন্ড

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

বিশেষ প্রতিনিধি 

মনপুরায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মান কাজে(সরকারী কাজে) বাধাঁ দেওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের ২নং ওয়ার্ডে ভুমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের স্থানে অভিযান চালিয়ে মোঃ হানিফ এর ছেলে মোঃ রাব্বি(৩৫)কে আটক করে। আটক রাব্বির বাড়ী থেকে সরকারী কাজের ইট জব্দ করে।

পরে রাব্বিকে রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এনে সরকারী কাজে বাধাঁ দান করায় ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৬ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

এই সময় এস আই মোঃ ইব্রাহীম, সাংবাদিক মোঃ ছালাহউদ্দিন ও ইউপি সদস্য মোঃ ইউনুছ মিয়াসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।