মনপুরায় মাছ রেখে পালালেন মৎস্য ব্যবসায়ীরা

ভোলার কথা
মনপুরা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

মনপুরা প্রতিনিধিঃ

মনপুরায় মৎস্য ঘাটে নৌবাহিনী ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানের টের পেয়ে নিষিদ্ধ জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা রেখে পলায়ন করে মৎস্য ব্যবসায়ীরা। এই সময় ৭০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে এই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা পরামর্শে এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও নৌবাহিনীর সদস্যরা।

জানা যায়, নিষিদ্ধ জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা নিধন ও বিক্রি বন্ধে নৌবাহিনী ও উপজেলা মৎস্য অফিসের সদস্যরা রামনেওয়াজ মৎস্য ঘাটে অভিযান পরিচালনা করছে, এমন খবরে মৎস্য ঘাটের ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা রেখে পালিয়ে যায়। পরে অভিযান দিয়ে ৭০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছের পোনা এতিমখানায় বিতরণ করা হয়।

মনপুরা উপজেলা উজ্জ্বল বনিক জানান, জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা নিধন ও বিক্রি নিষিদ্ধ। তাই রামনেওয়াজ মৎস্য ঘাটে অভিযান পরিচালনা করে ১০০ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানের টের পেয়ে ব্যবসায়ীরা পলায়ন করায় আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, প্রতিদিন মৎস্য ঘাট ও মেঘনায় অভিযান অব্যাহত থাকবে।