আজ ভোলা মুক্ত দিবস উদযাপন
ভোলা প্রতিনিধিঃ
আজ ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় আজকের দ্বীপজেলা ভোলা। ১০ ডিসেম্বর (বুধবার) ভোলা মুক্ত দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল ১০টা জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীতে জেলা প্রশাসন ছাড়াও ভোলার বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, ফজলুল রহমান বাচ্চু মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাথীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন এবং দেশ ও জাতির উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

