ডিসেম্বরের প্রথম সপ্তাহে টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নির্বাচন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫

 

ভোলা প্রতিনিধি
ভোলায় টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে ” টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ভোলা” নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের নাম ঘোষণা করা হয়। এসময় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর ভোলা জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর ভোলা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত নেন, আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের মাধ্যমে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নির্বাচন পরিচালনার জন্য ইন্ডেপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুকে প্রধান নির্বাচন কমিশনার এবং সময় টিভির নাসির উদ্দিন লিটনকে ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি অচিন্ত মজুমদারকে নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, এনটিভির জেলা প্রতিনিধি আফজাল হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির, গাজি টিভির জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, দেশ টিভির জেলা প্রতিনিধি ছোটন সাহা, এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, যমুনা টিভির জেলা প্রতিনিধি জুয়েল সাহা, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি অনিক আহমেদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মলয় দে, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মনসুর আলমসহ বিভিন্ন টেলিভিশনের জেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।