ভোলায় কলেজ পড়ুয়া ছাত্রের মাশরুম চাষ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

 

রাকিব হাওলাদার, ইলিশাঃ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়াডের কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা সংলগ্ন, সিরাজ বেপারী বাড়ীর মিরাজুল ইসলাম বাহার (১৯) নামের এক নাজিউর রহমান ডিগ্রি কলেজে পড়ুয়া ছাত্র করছেন মাশরুম চাষ।

সরজমিন গেলে মিরাজুল ইসলাম বাহার বলেন, আমি গত ৩ মাস আগে রাজশাহী ড্রিম মাশরুম সেন্টার থেকে ট্রেন্ডিং করে আসছি। দেশে তথা ভোলায় এসে আমি নিয়মিত মাশরুম চাষ করতেছি। এতে আমি স্বস্তি ফিরে পাচ্ছি । আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভোলায় মাশরুম সেন্টার নামে একটি ট্রেনিং সেন্টার খুলবো। এতে এতে প্রশিক্ষণ নিলে হাজারো বেকারত্ব দূর হবে সমাজ থেকে। আমি বর্তমানে যে ফলন পাচ্ছি তা ৩০০ টা করে বিক্রি করি। আমার এলাকাবাসী আমাকে বেশ উৎসাহ দিয়ে যাচ্ছে।

ভোলা সদর উপজেলার কৃষি অফিসার মোঃ রিয়াজুল ইসলাম এর সাথে এই বিষয়ে ফোনে যোগাযোগ করতে চাইলে সে ব্যস্ত থাকায় কোনো তথ্য দিতে পারেনি।