বসন্ত ভ্রমণে তারুয়া সমুদ্র সৈকতে যাচ্ছে পর্যটনের জন্য প্রচারাভিযান ভোলা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ ট্যুরিজম ভিত্তিক সংগঠন “পর্যটনের জন্য প্রচারাভিযান ভোলা” বসন্ত ভ্রমণে যাচ্ছে ভোলার সর্ব দক্ষিণের পর্যটন স্পট তারুয়া সমুদ্র সৈকতে। আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে ভোলা শহর থেকে ১শত সদস্যের একটি প্রতিনিধি দল তারুয়া গিয়ে ঐ দিন সন্ধ্যায়ই আবার ফিরে আসবে। ভোলার পর্যটন শিল্পের ব্যাপক প্রচারণার লক্ষ্যেই তাদের এই বসন্ত ভ্রমণ।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টিভির ভোলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু। উল্লেখ্য ২০১১ সালে ভ্রমণ পিপাসু এডভোকেট নজরুল হক অনু ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের দক্ষিণ প্রান্ত এলাকায় গিয়ে এই সৈকতটি আবিস্কার করে নামকরণ করেন ‘তারুয়া সমুদ্র সৈকত’। পরবর্তীতে ‘অনেক সাধের ময়না’ ছবির ৩টি গানের শুটিংসহ গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে সৈকতটিকে দেশের বুকে আকর্ষণীয় একটি পর্যটন এলাকা হিসাবে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখেন। বর্তমানে প্রতিদিন তারুয়ায় বিপুল সংখ্যক পর্যটকরা ভ্রমণে আসেন। এখানকার দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, বন-বনানী আর সাগরের রূপ সৌন্দর্য্য ভ্রমণ পিয়াসুদের বিনোদন যোগায়।