ভোলায় শশুর কর্তৃক জামাইকে নির্যাতনের অভিযোগ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক।

ভোলায় শশুর, শাশুড়ি, শ্যালক ও স্ত্রীর বিরুদ্ধে জামাইকে নির্যাতনের অভিযোগ উঠেছে।গত ২৬ জানুয়ারি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার যুবক মিজানুর রহমান শ্যামপুর গ্রামের শাহে আলমের ছেলে।

নির্যাতনের শিকার মিজানুর রহমান জানান, পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ২৫ জানুয়ারি স্ত্রী লাইজু বেগমের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী লাইজু একই গ্রামে বাপের বাড়ি চলে যায়। ২৬ জানুয়ারি বিকেলে স্থানীয় মসজিদ মাঠে শশুর রতন ঢ়াড়ী, শ্যালক নূরে আলম, রাকিব, মনির, শাশুড়ী হনুফা বেগম ও স্ত্রী লাইজু বেগম তাকে এলোপাতাড়ি মারধর করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতাল ভর্তি করে। দুইদিন পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ।স্থানীয় বিচারকদের মাধ্যমে শনিবার (৬ ফেব্রæয়ারি) সালিসি বৈঠকের কথা ছিল। কিন্তু প্রতিপক্ষরা সালিসি বৈঠকে বসেননি বলে অভিযোগ করেন নির্যাতনের শিকার মিজানুর রহমানের ওয়ার্ডের ইউপি সদস্য মিলন।অভিযুক্তরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী লাইজু বেগমকে বেধড়ক মারধর করায় লাইজুর বাবা মা ও দুই ভাই মিজানুর রহমান ও তাঁর পরিবারের উপর হামলা চালিয়েছে।শ্যামপুর গ্রামের ইউপি সদস্য হেলাল জানান, স্থানীয় পর্যায়ে সালিস বৈঠকটি অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু উভয়পক্ষ একত্রিত না হওয়ায় বিচারটি হচ্ছে না। শনিবারের বিচারটিতে তিনি সময় দিতে পারেননি বলেও জানান।