ভোলার চরফ্যাশনে অ্যাসিড নিক্ষেপের ঘটনা সাজানো নাটক বলে দাবি অভিযুক্ত পরিবারের

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

নিউজ ডেস্ক :  ভোলার চরফ্যাশনে সম্প্রতি কলেজছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা সাজানো নাটক  বলে দাবি করেন অভিযুক্ত পরিবার । মূলত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তারা। রবিবার দুপুর ১টার দিকে ভোলা প্রেসক্লাব হল রুমে অভিযুক্ত বেলায়েত হোসেন তোতার পরিবার সংবাদ সম্মেলন করে এসকল দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযুক্ত বেলায়েত হোসেন তোতার বোন মোসা. সুখী জানান, তার ভাই বেলায়েত হোসেন তোতা চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক। সে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেন। এবং আগাম গনসংযোগ শুরু করেন। একই ওয়ার্ড থেকে আবদুল খালেক সিকদারও নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। বেলায়েত হোসেন যাতে নির্বাচন থেকে সরে যায় সে জন্য এক লাখ টাকা দেয়ার প্রস্তাব দেয় খালেক সিকদার। কিন্তু বেলায়েত হোসেন তার প্রস্তাবে রাজি না হওয়ায় একের পর এক মিথ্যা অভিযোগ করে আসছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে খালেক সিকদারের মেয়ে সালমা আক্তার মুন্নিকে অ্যাসিড নিক্ষেপের মিথ্যা অভিযোগ করে বেলায়েত হোসেন তোতাকে আসামী করে থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করেন এলাকার মিনা বাজারের ভিটার জমি নিয়ে বিরোধের জেরে বেলায়েত হোসেন তাকে অ্যাসিড নিক্ষেপ করেন। কিন্তু ওই বাজারে তাদের কোনো জমি নেই। ফলে জমি নিয়ে বিরোধের কোনো প্রশ্নেই উঠে না। এমনকি ঘটনার দিন আবদুল খালেক সিকদার বেলায়েতকে এলাকা ছাড়া করার কথা বলেন।
এছাড়াও তারা মামলায় উল্লেখ করেন যে, সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। কিন্তু সিরিঞ্জ দিয়ে নিক্ষেপ করলে তার সমস্ত মুখে অ্যাসিড যাওয়ার কথা। কিন্তু তার মুখের এক পাশে ছোট একটি দাগ রয়েছে। এতে বুঝা যায় তারা ইচ্ছাকৃতভাবে আঙ্গুল দিয়ে অ্যাসিড লাগিয়ে মিথ্যা অভিযোগ করছে। আমরা এঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি।
এব্যাপারে কলেজছাত্রীর পিতা আবদুল খালেক সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করবো না। তোতার সাথে আমি নির্বাচনী কোনো কথা বলি নাই। বেলায়েত হোসেনে তোতার মিনা বাজারে কোনো ভিটা নেই এটি সত্য।