এ বছর সেরা ছাত্রী পুরুষ্কার পেলেন রাইসা রহমান

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

 

এম এ রহিমঃ

ভোলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় ও জনবহুল আনন্দ পাঠশালা থেকে বর্ষসেরা পুরস্কার পেলেন রাইসা রহমান।।ভোলা ইসলামীয় ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ রাজিউর রহমানের প্রথম কন্যা সন্তান রাইসা রহমান।। রাইসা ভোলা কালেক্টর স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।। গত ১বছরে শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি ও অধ্যানরত বিদ্যালয়ের ফলাফলের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কারটি বাছাই কমিটিতে ছিলেন, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ইব্রাহিম হোসেন, আনন্দ পাঠশালার সমন্বয়ক মেহেদী হাসান ও সাংবাদিক মোকাম্মেল হক মিলন।। মোট ৩০ জন ক্ষুদে সংগঠকদের মধ্য থেকে প্রায় সাত দিন যাচাই-বাছাই করে এ পুরস্কার প্রদান করা হয়।। আনন্দ পাঠশালা ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের,ভোলা ইউনিট এর যৌথ উদ্যোগে এ ধরনের কর্মসূচি গ্রহন করে এবং পুরস্কার বিতরণ করা হয়।। পুরুষ্কার বিজয়ী রাইসা রহমান উপস্থাপনা,কুইজ প্রতিযোগীতা,আবৃতি,চিত্রঙ্কান,পিটি প্যারেড,চিত্রঙ্কানসহ নানা প্রতিভা অধিকার লাভ করেন আনন্দ পাঠশালা থেকে। এ বছর শিশু অধিকার দিবসে জেলা প্রশাসন কার্যালয়ে শিশুদের অধিকার নিয়ে উপস্থিত বক্তব্য প্রদান করে রাইসা রহমান,বেশ জনপ্রিয়তা অর্জন করেন।।

উল্লেখ্য আনন্দ পাঠশালা প্রতি বছর এ ধরনের পুরস্কার ধারাবাহিকভাবে অব্যাহত থাকবেন।