৯৯৯ সংবাদ এর প্রেক্ষিতে পুলিশ ও সহকারী কমিশনার ভূমি এর হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সংবাদ।।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

 

ডেক্স  রিপোর্ট ঃ
আপনার সদয় অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্রামের ( সেরাজুল মুন্সিবাড়ি ,জা লু বয়াতির খেয়াঘাট সংলগ্ন) জনৈক কামাল কামাল হোসেনের অপ্রাপ্তবয়স্কা কনে ও ওবায়দুল মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী আসমা বেগম( 13) এর পারিবারিক চাপে জোরপূর্বক ভাবে বাল্যবিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।সংবাদদাতা জানান দুপুর ১৩:০০ ঘটিকার সময় বরযাত্রী উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হবে। উক্ত সংবাদ এর প্রেক্ষিতে ৯৯৯ এফোন দিলে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ আরমান হোসেন বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ মিজানুর রহমানকে অবহিত করলে পুলিশ এর সহায়তায় তিনি সেখানে সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ আবু আব্দুল্লাহ খান কে সেখানে পাঠান এবং ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার এএসআই/ গুলজার সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত থাকিয়া উক্ত বাল্যবিবাহ বন্ধ করিয়া অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং তাকে অভিভাবকগণেরা বাল্যবিবাহ দিবেনা অঙ্গীকার প্রদান করেন । বিনীত
মোহাম্মদ আরমান হোসেন
পুলিশ পরিদর্শক তদন্ত
ভোলা সদর মডেল থানা ভোলা ।