কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ১৭ এপ্রিল মেঘনা নদী তুলাতুলি ঘাটে বলগেট মাল বাহী জাহাজ ডুবে যাই।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

বিশেষ প্রতিনিধি ঃ
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বলগেট মাল বাহী জাহাজটি ডুবে যাই তুলাতুলি ঘাটে, স্থানীয় সূত্রে জানা যায় বলগেট জাহাজটিতে আনুমানিক ৫০০০০ ইট বোঝাই করা অবস্থায় ছিল জাহাজ টতে, এদিকে বলগেট জাহাজ এর মালিক নাজিমকে জিজ্ঞেস করলে উনি বলেন আমার বলগেট জাহাজ টি ভোর রাতের বেলা কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর তুলাতুলি ঘাট এর সংলগ্ন ডুবে যাই, আমি তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার জাহাজটি উদ্ধারের জন্য দুটি পাম মেশিন দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করেছি তাই আল্লাহর রহমতে জাহাজটি উদ্ধারের কাজ ৯০% সমাপ্তি করা হয়েছে।