ভোলা-বরিশাল সেতু চাই ডকুমেন্টারি নির্মাণ ভোলা’র কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে
স্টাফ রিপোর্টারঃ
ভোলা জেলার একদল তরুণ কনটেন্ট ক্রিয়েটর একত্রিত হয়ে “ভোলা-বরিশাল সেতু চাই” শিরোনামে একটি সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাদের মূল উদ্দেশ্য- ভোলা জেলার ভৌগোলিক বিচ্ছিন্নতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নয়নের সম্ভাবনাগুলো দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে তুলে ধরা।
ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ জেলা, যা বিদ্যুৎ, গ্যাস, কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ হলেও সরাসরি স্থল যোগাযোগ না থাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের মূলধারার বাইরে রয়ে গেছে। ভোলা-বরিশাল সেতু হলে শুধু ভোলাই নয়, পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে এমনটাই মনে করেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটররা। তাদের এই ডকুমেন্টারিতে ভোলার মানুষের দৈনন্দিন জীবন, যোগাযোগের কষ্ট, চিকিৎসা ও শিক্ষার সীমাবদ্ধতা, এবং সম্ভাবনাময় দিকগুলো বাস্তবচিত্রে তুলে ধরা হবে। তারা বলেন, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা পরিবর্তন চাই। আমরা চাই ভোলার মানুষ যেন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও জরুরি প্রয়োজনে সহজে মূল ভূখ-ে যেতে পারে। ভোলা-বরিশাল সেতু শুধু একটি সেতু নয়, এটি হবে ভোলার মানুষের স্বপ্ন ও সম্ভাবনার সেতুবন্ধন। এই উদ্যোগের মাধ্যমে ভোলার তরুণরা দেশের প্রতিটি মানুষকে সচেতন করতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেন বহু প্রতীক্ষিত ভোলা-বরিশাল সেতু বাস্তবে রূপ নেয়।


