ভোলায় মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ভোলা জেলা সদরের ইলিশা জংশনে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষক লীগ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় বক্তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতার পাশাপাশি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা জোরদারের আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ইলিশা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সেখানে ভোলা জেলা জামায়াতের নায়বে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, জাতীয় কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন, ভোলা জেলা সভাপতি শাহাবুদ্দিন ফরাযী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।