জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন স্মরণ সভা অনুষ্ঠিত
রিয়াজ হোসেন শান্ত, ভোলাঃ
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ভোলা প্রেসক্লাবের হলরুমে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা সভাপতি আঃ শহীদ তালুকদার। মোঃ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা সহ-সভাপতি ইলিয়াস চৌধুরী ও মোঃ আবুল বাসার কামরুল, সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলম, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় পিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন ছিলেন একজন আদর্শবান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। তিনি সারাজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।
স্মরণ সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। শেষে মরহুম আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর আদর্শ অনুসরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

