চরসামাইয়ায় মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার ৯নং চরসামাইয়া ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিএনপির সভাপতি শামসুদ্দিন মাতব্বরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লা হাওলাদারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সাজেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি খালেদা খানম, সহ-সভাপতি নুরনাহার, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার, পৌর সাংগঠনিক সম্পাদক গোলে নূর, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের মোট ভোটারের ৫১ শতাংশ নারী। তাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের প্রতীক পৌঁছে দিতে হবে। তারা আরও বলেন, বিএনপির বিরুদ্ধে চালানো অপপ্রচার প্রতিহত করতে হবে এবং দেশে চলমান দমননীতি রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃবৃন্দরা সংগঠনের প্রতিটি কর্মীকে সজাগ থেকে মানুষের পাশে দাঁড়াতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় সেখানে জেলা বিএনপির মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ চরসামাইয়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের কর্মী সমার্থক উপস্থিত ছিলেন।