ভোলায় গ্রামীণ রাস্তা সংস্কার করলো ‘উপকূল ফাউন্ডেশন’

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি ভোলায় উপকূল ফাউন্ডেশন ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবী ইউনিট এর স্বেচ্ছাসেবীরা নিজ এলাকার চলাচল অনুপযোগী একটি গ্রামীণ ভাঙ্গা সড়ক সংস্কার করেন। ইউনিটের স্বেচ্ছাসেবীরা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরীর হাট থেকে কলগোরা পর্যন্ত এক কিলোমিটার গ্রামীণ সড়কে বালু ও ইটের খোয়া বিছিয়ে জন চলাচল উপযোগী করে তুলেন। উপকূল ফাউন্ডেশন ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবী ইউনিটের সভাপতি মো মাহফুজুর রহমান, সোহেল সিকদার, ইব্রাহিম মিয়াজী, ইমরান, সাদ্দাম, মেহেদী হাসান প্রমুখ স্বেচ্ছাসেবীরা সামাজিক দায়বদ্ধতায় এ কাজ সম্পন্ন করেন।

উপকূল ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে জনসচেতনতা ও সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলছে। উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরী বলেন, আমাদের স্বেচ্ছাসেবী ইউনিটসমূহ দেশব্যাপী সামাজিক দায়বদ্ধতায় “সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার” স্লোগানে জনসচেতনতা ও সামাজিক উন্নয়নে পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, তালবীজ বপন, রক্তদানসহ স্থানীয় নানান কর্মসূচি পালন করছে।