দুর্ভোগের আরেক নাম ভোলা পৌরসভার হাজী মন্তাজ উদ্দিন সড়ক

স্টাফ রিপোর্টারঃ
ভোলা শহরে অবস্থিত উকিল পাড়াস্থ টাউন স্কুলের পাশ দিয়ে বয়ে চলা ল্যাংড়া স্কুল সড়কটির মাঝামাঝি স্থান দিয়ে পূর্ব দিকে বয়ে যাওয়া সরু রাস্তাটির নাম হাজী মন্তাজ উদ্দিন সড়ক। ভোলা পৌর সভার ৮নং ওয়ার্ডের আশা অফিসের বাম পাশ দিয়ে বয়ে যাওয়া এই সড়কটির দুপাশে প্রায় ৩ হাজার লোকের বসবাস হলেও এই গলি রাস্তাটির অবস্থা এতটাই নাজুক যে দিনের আলোতেও মানুষের হেঁটে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পরছে। অল্প বৃষ্টিতেই ভাঙা জড়াজির্ণ রাস্তাটি পানিতে ডুবে যায় এবং স্কুল গামী শিক্ষার্থী এবং নারী ও বৃদ্ধ ব্যক্তিরা রাস্তায় পরে গিয়ে আহত হওয়ার উপক্রম ঘটে। বৃষ্টি থেমে গেলেও খানা খন্দে জমে থাকা পানি কোথাও সরানোর জায়গা নেই বিধায় পথচারীদের দুর্ভোগের শেষ থাকেনা।
এ সড়কে বসবাসকারী জনৈক মিজানুর রহমানসহ বেশ কয়েকজন বাসিন্দা বলেন, প্রায় ২৫ বছর পূর্বে হাজি সাব (গোলাম নবী আলমগীর) ভোলা পৌরসভার চেয়াম্যান থাকা কালিন রাস্তাটি পিচঢালাই করে পাকা করা হয়েছিলো। এরপর আর কখনো রাস্তাটির সংস্কার করা হয়নি বিধায় এখন এই রাস্তাটি মরন ফাঁদে পরিনত হয়েছে। শুনেছি ভোলা পৌরসভার বর্তমান প্রশাসক অনেক কাজ করছে। কিন্তু আমাদের এই রাস্তাটির দিকে কারো নজর নেই।
ভোলা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, ভোলা পৌর সভার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ চলমান আছে। ইতিমধ্যে কয়েকটি রাস্তার সংস্কার কাজ শেষ হয়েছে এবং বাকী রাস্তাগুলো সংস্কার হবে। শুধু সময়ের ব্যাপার। তিনি আরো বলেন, আমি জনপ্রতিনিধি নই বলে আমার ভোটের চিন্তাও করতে হয়না। তাই আমার কাছে ভোলা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দা ও রাস্তাগুলো সমান গুরুত্বপূর্ণ। আমাকে আপনারা শুধু সময় দিয়ে সহযোগিতা করুন।