ঘূর্ণিঝড় ইয়াসে বোরহানউদ্দিনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১

 

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বড় মানিকা ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার (৩০ মে) বিকালে বড় মানিকা ৬ নং ওয়ার্ডের ৫নং উত্তর পূর্ব বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম উপস্থিতিতে পরিবার প্রতি আড়াই কেজি চিড়া, এক কেজি চিনি, দুই লিটার পানি, দুটি সাবান, বিস্কুট, সার্জিক্যাল মাস্ক, স্যালাইন, শুকনা খাবারসহ হাইজিন পার্সেল, তারপলিন বিতরণ করা হয়।

এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি বলেন, ‘আর্তমানবতার সেবায় যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকটে কিংবা অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির ফোকাস্ট বেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে উপকূলীয় জেলা ভোলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।

এ সময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য ফেরদাউস আহম্মেদ, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম (এনডিআরটি) সদস্য আদিল হোসেন তপু, বোরহানউদ্দিন উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ নাঈমুল ইসলাম রনি সহ বোরহানউদ্দিন উপজেলা যুব রেড ক্রিসেন্টের সকল সদস্য উপস্থিত ছিলেন।