বোরহানউদ্দিনে ২১ জেলের কারাদন্ড

ভোলার কথা
বোরহানউদ্দিন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অপরাধে ২১ জেলেকে কারাদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান-উজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত (১৬ অক্টোম্বর) তেঁতুলিয়া নদীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময়ের ৩০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: রায়হান-উজ্জামান জানান, অভয়াশ্রমে সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের অপরাধে মতলব মাঝি, রুহুল আমিন, রাসেল, আসাদুল, কামাল, বিল্লাল, রফিক, আরিফ বিশ্বাস, সায়েম মৃধা নামক ৯ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অপর অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারি কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, তেঁতুলিয়া নদীতে তাঁর অভিযানে ১২ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন-আব্দস সাত্তার, আব্দুর রসিদ, আল আমিন, তরিকুল ইসলাম, নকিব, মো. রাব্বি, মো: রত্তন, মো. সোহাগ, কবির, শাহে আলম, দ্বীন ইসলাম, মো: আচমত। এরা সবাই উপজেলার সাচড়া ইউনিয়নের বাসিন্দা। পরে একই ধারায় আটককৃতদের প্রত্যেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অবৈধজালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা, নৌ-কন্টিজেন্ট ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা করেন। এ কর্মকর্তাদ্বয় জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।