গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় : মাফরুজা সুলতানা

ভোলার কথা
বোরহানউদ্দিন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজা সুলতানা বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি শিক্ষার্থীর মাঝে গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে হবে। তাদেরকে সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে। আর এই মহান দায়িত্বটি পালন করতে হবে আপনাদের। হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন,পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মান তলানিতে নিয়ে গেছেন।আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ ও তাঁদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আপনাদের কঠিন – কঠোর ভূমিকা রাখতে হবে। আমরা দ্বীপের মানুষ হলেও ক্রিড়া, শিক্ষা ও সাংস্কৃতিতে অন্যন্য জেলাকে অতিক্রম করতে চাই।

আমাদের অভিভাবকগন সুন্দর স্বপ্নে বিভোর হয়ে আপনাদের কাছে সন্তানদের তুলে দেন। তাঁদের স্বপ্নের প্রতি আপনাদের শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিটি শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে গুনগত শিক্ষার আলো বিতরণ করবেন। অভ্যন্তরীণ সমস্যা আমরা দেখব। শিক্ষার্থীদের কে ইংরেজি ভিতি কাটিয়ে উঠাতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম,কলেজ অধ্যক্ষ জাকারিয়া আজম ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।