বোরহানউদ্দিনে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ভোলার কথা
বোরহানউদ্দিন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

বোরহানউদ্দিন পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রবিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও পণ্যের মূল্য তালিকা না থাকার আদালত ৩টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা মো: রায়হান-উজ্জামান জানান, নিয়মিত বাজার মনিটরিং কাজের ধারাবাহিকতায় বোরহানউদ্দিন পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত এ সময় এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা, মেসার্স রহমান মেডিকেল এ লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় এর স্বত্বাধিকারী আতিকুর রহমান সবুজকে ৫ হাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় নাছির উদ্দিনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নিরূপম সরকার সোহাগ, স্যানেটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন এবং বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।