সমুদ্রের অবৈধ মাছ আটক করে নিলামে বিক্রি

ভোলার কথা
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

আজ (শুক্রবার ১০ জুন) বিকাল চারটায় ভোলা চরফ্যাশন হাইওয়েতে বকসেআলী নামক স্থানে দুটি পিকআপে করে ২৬ ঝুড়ি মাছ জব্দ করেন দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য অফিসার জনাব মোঃ মাহফুজুল হাসনাইন।
উল্লেখ্য ২০ মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকার কারনে এসকল মাছ জব্দ করা হয়েছে।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাওলাদার।
এসকল মাছের সামুদ্রিক মাছ ও নদীর মাছ পৃথক করার যাচাই-বাছাইয়ের সময় মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কোষ্টগার্ড ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা সহযোগিতা করেন। সামুদ্রিক মাছ ও নদীর মাছ পৃথক করার পর নিলামে (৩৮০০০/- + ৬০০০/-) মোট ৪৪০০০/- বিক্রি করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৪০০০/- টাকা জরিমানা করা হয়েছে। তখন ভোলা ও দৌলতখানের বেশ কিছু ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।