হাফিজ ইব্রাহিম’র ভোলা-২ আসনে মনোনয়ন জমা
স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যনির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাফিজ ইব্রাহিমের পক্ষে দলীয় নেতা-কর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন’র কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মোহাম্মদ ফজলুল করিম, আমজনতা দলের মো: আলা উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেযাউল কমীর মনোনয়ন পত্র গ্রহণ করেন। রবিবার সকালে হাফিজ ইব্রাহিমের পক্ষে দলীয় নেতা-কর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন’র কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থীর নির্বাচনের সম্ময়কারী মো আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচ্চু, বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন, বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আযম, যুগ্ম আহবায়ক শহিদুল আলম নাছিম, পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির।
এদিকে মনোনয়ন পত্র দাখিলের আগে সাবেক এমপির কুড়ালিয়া হাউজে দেশ জাতির শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। উল্লেখ্য, ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলায় ভোট ২ লাখ ২৯ হাজার ৫শ’ ১১ জন। আর দৌলতখান উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৫শ’ ৬৮ জন। দুই উপজেলায় সর্বমোট ভোটার ৩ লাখ ৯৪ হাজার ৭৯ জন। মোট ভোট কক্ষের সংখ্যা বোরহানউদ্দিনে ৫শ’ ৮টি, দৌলতখানে ৩শ’ ৩৩টি।



