দৌলতখানে দুর্নীতি বিরোধী দিবস পালন
দৌলতখান প্রতিনিধিঃ
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন চত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেব উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও উপজেলা সম্মেলন কক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি এম এ খায়ের।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাংবাদিক শ ম ফারুক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান থানা সাব ইন্সপেক্টর মোঃ জিয়াউল হায়দার প্রমূখ।

