দৌলতখানে নতুন ইউএনও’র যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

ভোলার কথা
দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

দৌলতখান প্রতিনিধিঃ

দৌলতখান উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে তিনি মতবিনিময় করেন।

সভায় ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন,“জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। দৌলতখানের উন্নয়ন, সুশাসন ও প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে সকলের সহযোগিতা চাই। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন চন্দ্র মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ: দা:) রকিবুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান তারেক হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।