চরের জমি রক্ষা ও নিরাপত্তার দাবিতে চরবাসীর দৌলতখানে মানববন্ধন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চরের ৩ হাজার একর জমির দখল নিয়ে ভূমিদস্যুদের কয়েক দফা হামলা ও গুলি বর্ষণের পর জমি রক্ষা এবং নিরাপত্তার দাবীতে মানববন্ধন করেছেন চরবাসীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে মেঘনার বুকে জেগে ওঠা ওই চরের কয়েক হাজার মানুষ নদীর পাড়ে জড়ো হন। পরে তাঁরা মানববন্ধনে অংশ নেয়। ভূমিদস্যুরা হামলা করতে পারে এমন আশংকায় চরে পুলিশ মোতায়েন করা হয়।
সম্প্রতি কয়েকদিন আগে এই চরে চরবাসীদের উপর হামলা চালিয়ে গুলি বর্ষণ করে জলদস্যু ও ভূমিদস্যুরা। এতে আতংকিত হয়ে পড়ে চরের চাষিরা। চরে তরমুজচাষ শুরু হতেই চরের সরকারি জমি দখলে মরিয়ে হয়ে ওঠে ভূমিদস্যু বাহিনী। এমন অভিযোগ করেন চরের সাধারণ চাষিরা।
এদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতখান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বশির আহমেদ, জামির মালিকানা দাবিদার মোঃ সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সেলিম জানান, গত ২ ডিসেম্বর দুপুরে হঠাৎ করে চরে হামলা ও গুলি বর্ষণ করে ভূমিদস্যু সকেট জামাল ও বশির হাওলাদারের বাহিনী। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি চরের বাসিন্দাদের নিরাপত্তা জোরালো করার দাবি জানান। নেয়ামতপুর চরে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহীন জানান, তারা নিরাত্তার দায়িত্বে অবস্থান করছেন।


