দৌলতখানে সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

 

দৌলতখান (ভোলা) প্রতিনিধি\
নোয়াখালির কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কির হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন দৌলতখান উপজেলার কর্মরত সাংবাদিকরা।

আজ মঙ্গলবার (২৩ফেব্রæয়ারি) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কির হত্যার জড়িত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এছাড়া আসামীদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবি জনিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন। পরে সমাবেশ শেষে সিনিয়র সহ-সভাপতি এম এ তাহের সভাপতিত্বে প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শম ফারুক, সহ-সভাপতি জাকির আলম,সাধরাণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজনুর রহমান ,সাংবাদিক সাগর চৌধুরী প্রমূখ।