আবেগঘন সংবর্ধনায় ভাসলেন সজিব শাহরিয়ার
চরফ্যাশন প্রতিনিধিঃ
চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ার ২৪ দিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়ে স্থানীয়দের আবেগঘন সংবর্ধনায় ভাসলেন। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার বাবুর হাট বাজারে ইউনিয়নবাসী ফুল দিয়ে তাকে বরণ করেছেন। এর আগের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
সংবর্ধনা অনুষ্ঠানে নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার বলেন, গত ৮ ডিসেম্বর দুলারহাট থানার একটি মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ২৪ দিন কারাগারে থাকার কারণে দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারিনি, এই কষ্ট আমার হৃদয় ভেঙে গেছে। এসম তিনি কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকেও আবেগাপ্লুত করে তোলে। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত-শত মানুষ, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নজরুল নগর ইউনিয়নের আব্দুল সোবহান প্যাদা বাড়ির জামে মসজিদের ইমাম মওলানা আজাদ হোসেন।



