চরফ্যাশন পৌর নির্বাচনঃ হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন করিম মুন্সি

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

বিশেষ প্রতিনিধি:

২৮ ফেব্রুয়ারি চরফ্যাশন পৌরসভার নির্বাচন। গত ৪ফেব্রুয়ারি যাচাই–বাছাইয়ে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী করিম মুন্সীর মনোনয়ন বাতিল করেন সহ-রিটার্নিং কর্মকর্তা। ভোলা জেলাপ্রশাসকের কার্যালয়ে ১০ ফেব্রুয়ারী আপিল শুনানীতে বাদ পড়েন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আঃ করিম মুন্সী। এরপরে হাইকোটে আপিল করেন।(আপিল নং ২৩ ইলেকশন ২০২১ )গত বৃহস্পতিবার বিচারপতি মোঃ খায়রুজ্জামান ও মোঃ এম এইচ তালুকদার দৌত্যব্যান্চ কাউন্সিলর প্রার্থী আঃ করিম মুন্সির মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন। এদিকে উপজেলা সহ- রিটার্নিং অফিসার জানান,বিজ্ঞ হাইকোর্ট চরফ্যাশন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে করিম মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষনার আদেশ প্রদান করেছেন।করেছেন।এরফলে নির্বাচন করতে তার কোন বাঁধা নেই।গত ১২ ফেব্রুয়ারী চরফ্যাশন পৌর নির্বাচনে কোন কাউন্সিল প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান মঞ্জু কে সহ- রিটার্নিং কর্মকর্তা বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষনা দেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন চলাকালীন সহ-রিটার্নিং কর্মকর্তা কর্তৃক কোন প্রার্থীকে উইনকার্ড দেয়া নিয়ে গণমাধ্যমকর্মিদের কাছে প্রশ্ন তুলেন আঃ করিম মুন্সি ৷ তিনি জানান, মহামান্য হাইকোর্টের রায়ে আমি আবার পূনঃ নির্বাচনে নেমে পরেছি।জনরায়ে বিজয়ী হবেন বলে প্রত্যয়ী৷ আপরদিকে তার প্রতিদ্বন্ধি মিজানুর রহমান মন্জু বলেন, আমি হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল৷ জনগনের প্রতি আমার আত্নবিশ্বাস৷ প্রতিদন্ধিতাপূর্ণ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী৷ বিগতদিনে আমি জনগনের সুখ দুঃখে পাশে ছিলাম ভবিশ্যতেও থাকবো