ছাত্রদল নেতা সিফাত হত্যা : দ্রুত বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ
ভোলার রাজাপুরে ছাত্রদল নেতা সিফাত হাওলাদার হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। শনিবার (৩ জানুয়ারি) ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের মা বিউটি বেগম অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গত ২৫ ডিসেম্বর রাতে রাজাপুর বাজার এলাকায় দুর্বৃত্তরা সিফাত হাওলাদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যাকান্ডের পর অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো পর্যন্ত কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বজনরা।
এ সময় পরিবারের পক্ষ থেকে হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে নিহতের স্বজন, বন্ধু ও দলীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

