ভোলার প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর শামসুল আলম সেলিম চৌধুরীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার:
ভোলা শহরের প্রবীণ শিক্ষাবিদ ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুল আলম সেলিম চৌধুরী (৯০) রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর তিনটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রকাশ তিনি সাবেক মন্ত্রী মরহুম মোশারফ হোসেন শাহজাহান, বিএনপি জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সমাজসেবী আলহাজ্ব গোলাম কিবরিয়া জাহাঙ্গীরের মামা। সোমবার সকাল ১০টায় সরকারি স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রফেসর শামসুল আলম সেলিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ফজলুল রহমান বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফর আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, প্রফেসর পারভীন আখতার, প্রফেসর ই¯্রাফিল, প্রফেসর আবদুল গফুর, প্রবীন সাংবাদিক এমএ তাহের, অধক্ষ্য ফারুকুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, দুদকের পিপি এডভোকেট সাহাদাত শাহিন, হাফেজ বনি আমিন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।