জেলেদের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

লালমোহনে জেলেদের পুর্নবাসনের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ানের ৩ হাজার জেলের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে।

সেখান থেকে জেলে পুর্নবাসনের চাল নিয়ে বাড়ি ফেরার পথে মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে সিরাজ মাঝি, মোবারক মাঝি, জেলে মো. কবির, মোশারফ মাঝি, খোকন ও ইউসুফ মিয়ার চাল তাদের স্ত্রীরা বাড়িতে নিয়ে যাওয়ার সময় জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় ইউনিয়ান যুবলীগ সভাপতি মো. শাহাদাত মেম্বারের ভাতিজা যুবলীগ কর্মী মো. অলি মিয়া, মাহমুদের ছেলে মো. সাকিল, আবুল বাসারের ছেলে মো. ফোরকান। মো. কবির মাঝির স্ত্রী আয়েশা, সিরাজ মাঝির স্ত্রী বিবি কুলছুম এবং ফয়সালের স্ত্রী নাজমা জানান, চাল ছিনতাইকারীরা আগে থেকেই সেখানে ওৎ পেতে ছিল।

চাল ছিনিয়ে নেওয়ার ব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে তাদের মুঠোফোনে একাধিকবার কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুবিধাভোগী জেলেদের চাল ছিনিয়ে নেয়ার বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামরুল পাটাওয়ারী বলেন, বিষয়টি দু:খজনক, যারা জেলেদের চাল ছিনিয়ে নিয়েছে তারা আওয়ামীলিগের লোক, বিএনপির সুনাম নষ্ট করার জন্য এ জঘন্যতম ও ঘৃন্য কাজ করেছে তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে সে বিসয়টি এড়িয়ে যান এবং কোন মন্তব্য করতে রাজি হননি। উক্ত বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।