ভোলায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলে আটক, জরিমানা

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদী থেকে ৯ জেলেকে আটকের পর ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিতুল ইসলাম এ জরিমানা করেন।

এর আগে উপজেলার তেঁতুলিয়া নদীর নাজিরপুর পয়েন্ট থেকে ইলিশ শিকারের দায়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একটি দল অভিযান চালায়। অভিযান দলটি ইলিশ শিকারের দায়ে জাল ও মাছসহ ৯ জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৬৫ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে।