লালমোহনে অর্ধশতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগদান

ভোলার কথা
লালমোহন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং বায়তুল মাল সম্পাদক হাসনাইন আব্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা আজিম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবু হানিফ (বিশিষ্ট বক্তা, বুলবুলে বাংলাদেশ), মাওলানা হুমায়ূন কবির, লালমোহন ইউনিয়ন সেক্রেটারি এসহাক মাস্টার।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির প্রমুখ। উক্ত সভায় এলাকার বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম মাষ্টারের নেতৃত্বে অর্ধশতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেন।