বিদ্যুৎস্পৃষ্টে লালমোহনে যুবকের মৃত্যু

ভোলার কথা
লালমোহন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধূমকেতু আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি ওই এলাকার কাঞ্চন মিস্ত্রির ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে আবাসনের নিজ ঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন যুবক জসিম উদ্দিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি তার স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে জসিমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক জসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।