লালমোহনে নার্সের উপর হামলার বিচারের দাবীতে মানববন্ধন
ভোলার লালমোহনে ডিউটিরত নার্সদের উপর হামলা চালিয়েছে রোগীর স্বজনরা। গত ৩০ জানুয়ারি লালমোহন হাসপাতালে দুপুর ২ টার সময় এক রোগীর মৃত্যু নিয়ে এই হামলা চালায় নোমান।
জানা যায় ঐ রোগি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তারপর রোগির অবস্থা উন্নতি না হলে কিছুক্ষণ পর রোগি মারা যায়। তখন রোগীর স্বজনরা ডিউটিরত নার্সের উপর হামলা চালয়। এতে নার্স তানিয়া আক্তার গুরুতর আহত হয়।
পরে হাসপাতালের সহকর্মীরা এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। এই ঘটনায় আহত নার্সে লালমোহন থানায় একটি মামলা দাখিল করেন। নার্সের উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে লালমোহন হাসপাতালের নার্সরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বলা হয় হামলাকারী যতদিন বিচার না হবে ততদিন কর্মবিরতি চলবেই। এতে করে ভোগান্তিতে পড়েছেন লালমোহন হাসপাতালে থাকা অন্যান্য রোগীরা। এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মুরাদ জানান আসামি কে ধরার প্রক্রিয়া চলছে।
এদিকে নার্সের উপর হামলার নিন্দা জানিয়েছে নার্সদের শীর্ষ সংগঠনগুলো। অনতিবিলম্বে হামলাকারীকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছে সংগঠনের নেতারা৷ এদিকে নার্সদের নিরাপদ কর্মস্থলের দাবি জানিয়েছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস (এসএনএসআর)।