লালমোহন মিডিয়া ক্লাব বাঁধার প্রাচীর ডিঙিয়ে পুনুরুজ্জীবিত
নাদিয়া হাওলাদার মিষ্টিঃ
কার্যপ্রণালী বিধি লঙ্ঘন ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আজীবনের জন্য বহিস্কার হলেন সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল
প্রভাষক তারেকুল ইসলাম খালেককে আহবায়ক, মানবাধিকারকর্মী জাকির হোসেন জুয়েল ও প্রভাষক মোসলেউদ্দিন মুরাদকে যুগ্ম আহবায়ক, সাংবাদিক মিজান হাওলাদারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।
বিগত সরকারের আমলে এক ভয়াবহ ষড়যন্ত্রের আগ্রাসনে বন্ধ ঘোষণা করা হয় দ্বীপজেলা ভোলার লালমোহনের গণমানুষের প্রিয় গণমাধ্যম সংগঠন ‘লালমোহন মিডিয়া ক্লাব’ । শুধু সংবাদ চর্চা নয়, শীতার্তদের কম্বল দেয়া, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবছর জ্ঞানীগুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান, দেশবরেণ্য লেখক সাংবাদিক শিল্পীদের স্মরণ, স্হানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ বহুমুখী সামাজিক কর্মকাণ্ডের সফল আয়োজক এই সংগঠনটি তার স্বনাম ও সুনামের কারণেই রোষানলে পড়ে যায় কুচক্রী মহলের । ২০১১ সালের ২৮ অক্টোবর কবি রিপন শানের হাত ধরে একঝাঁক প্রগতিশীল গণমাধ্যমকর্মীর সমন্বয়ে লালমোহন পৌরশহরের হাজী ইউসুফ প্লাজায় অনুষ্ঠিত প্রীতি আড্ডায় জন্মগ্রহণ করে লালমোহন মিডিয়া ক্লাব । ২০২১ সালের মাঝামাঝি সময়ে ষড়যন্ত্রী অপশক্তির কঠিন খড়গ নেমে আসে লালমোহন মিডিয়া ক্লাবের বুকে । অবশেষে তিন বছরের বাকরুদ্ধ যন্ত্রণার কঠিন দাবদাহ পেরিয়ে আজ ৮ আগস্ট ২০২৪ শুক্রবার নতুন উদ্যমে নবজন্ম লাভ করলো লালমোহন মিডিয়া ক্লাব ।
আজ সন্ধ্যায় লালমোহন পৌরশহরের ফুডপ্লেস চাইনীজ রেস্তোরাঁয়, মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনুরুজ্জীবন বৈঠকের প্রথমার্ধে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে ; ক্লাবের কার্যপ্রণালী বিধির গুরুতর লঙ্ঘন ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় । বৈঠকের দ্বিতীয়ার্ধে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে, লালমোহন মিডিয়া ক্লাবের সাবেক সহসভাপতি ও করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক তারেকুল ইসলাম খালেক (বাংলা খবর) কে আহবায়ক এবং ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার (দৈনিক চিত্র/ আমাদের বরিশাল)কে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয় । কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন জুয়েল (ভয়েস সিটিজি/দৈনিক ভোলার বাণী) এবং ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ (দৈনিক দেশের কণ্ঠ) । নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন : যথাক্রমে- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা, বদরপুর নুরুন্নবী চৌধুরী কলেজের সিনিয়র প্রভাষক কবি রিপন শান (দ্য রেডটাইমস্/ভোলার কণ্ঠ/মুক্তবুলি), মিজান পাটোয়ারী (দৈনিক আজকের বসুন্ধরা), জসিম মাতাব্বর (দৈনিক আমাদের বরিশাল/একুশে নিউজ), ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন (বাংলাদেশ ক্রাইম সংবাদ) এবং এমরান হাসান আলীম (দৈনিক মাতৃজগত) । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য- গজারিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ক্লাবের শুভার্থী সদস্য- ধলীগৌরনগর কলেজের প্রভাষক মেহেদী হাসান রিয়াজ, শিক্ষক ও সমাজকর্মী মোঃ মফিজুল ইসলাম, মোহাম্মদ শরিফ প্রমুখ।