৯৯৯ ফোনের সেবা দিতে লালমোহন থানা গাড়ি প্রদান করলেন এমপি শাওন
এ. এইচ. রিপনঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত অনুদানের টাকায় ক্রয় করে লালমোহন থানাকে একটি টহল গাড়ী প্রদান করা হয়েছে। ৯৯৯ জাতীয় জরুরী সেবা প্রদান এবং বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষে রবিবার দুপুরে লালমোহন থানা চত্বরে টহল গাড়ীর চাবি হস্তান্তর উপলক্ষে প্রধান অতিথির আলোচনায় এমপি শাওন বলেন, লালমোহনের আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ করে মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, চাঁদাবাজ, বাল্যবিবাহসহ অনান্য কাজের জন্য এই টহল গাড়ী প্রদান করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত পরিবহন সংকটের কারণে থানা পুলিশ যথাসময়ে অপরাধ প্রবন এলাকায় যেতে দেরী হত এবং অপরাধীদের ধরতে পারতো না। আমরা আশা করছি এই টহল গাড়ীর মাধ্যমে লালমোহন থানা পুলিশ আইন শৃঙ্খলা উন্নয়নে উপকৃত হবে। অপরাধ দমনে থানা পুলিশ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ওসি তদন্ত এনায়েত হোসেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়মীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আ.ন.ম. শাহজামাল দুলাল, যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।