প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১
লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ ১ জন আটক
লালমোহন প্রতিনিধিঃ
ভোলা লালমোহনে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ মোঃ শাকিল (২১) নামে একজনকে মোটরসাইকেল সহ আটক করেছে লালমোহন থানা পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এর সার্বিক তত্ত্ববধায়নে শুক্রবার (৮ অক্টোবর) রাত দেড়টায় তাকে লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে হাজী বিরায়াণী দোকানের সামনে থেকে এস.আই মোঃ নূরউদ্দিন ও সঙ্গীয় অফিসারসহ শাকিলকে আটক করেন।
আটকৃত শাকিল লালমোহন উপজেলার পূর্বচরকচুয়া এলাকার জবর আলী হাওলাদার বাড়ীর রুহুল আমিনের ছেলে। শাকিলের মটর সাইকেলে থাকা মোঃ সোহেল (২৮), ও মোঃ ছালাউদ্দন (৩০) নামে দুইসহযোগী কৌশলে পালিয়ে যায়। এই সংক্রান্ত দ্রুত পলাতক আসামীদের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫।