প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ৫, ২০২১
ভোলা লালমোহনে লর্ডহাডিঞ্জ ইউনিয়নে বজ্রপাতে ১জনের মৃত্যু আহত-১।
লালমোহন ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে বজ্রপাতে মাসুমা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নুরে আলম নামের আরেকজন আহত হয়েছেন।
শনিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড প্যায়ারীমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুমা বেগম ওই ওয়ার্ডের খোরশেদ দরবেশ বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী ও ১ সন্তানের জননী এবং আহত নুরে আলম একই বাড়ির খােরশেদ দরবেশের ছেলে ও দুই সন্তানের জনক।
জানা যায়, বিকেলে বৃষ্টি চলাকালীন সময়ে হাঁস-মুরগীর ঘরে আনতে গেলে বজ্রপাতে মাসুমা বেগমের মৃত্যু হয়। অপরদিকে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে নুরে আলম আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিলন।