লালমোহনে ইউপি সদস্যের সরকারি খাল থেকে বালি উত্তোলন, ইউএনওর হস্তক্ষেপে উত্তলন কাজ বন্ধ।
মোঃ সাইফুল ইসলাম (জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা-লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবুল কালাম আবু মেম্বার। তার নেতৃত্বে সরকারি খাল থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে স্থানীয় ৪নং ওয়ার্ড জনতা বাজারে ৬টি দোকানের মালিক তাদের দোকানের পিছনে পুকুর ভরাট করার সময় লালমোহন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ আল-নোমান ও সহকারী (ভূমি) কমিশনার মোঃ জাহিদুল ইসলাম এর হস্তক্ষেপে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ বন্ধ করা হয়। বিগত এক সপ্তাহ ধরে মেম্বার আবুল কালাম আবুর নেতৃত্বে জনতা বাজার ব্যবসায়ী সফিজল মাঝি, সামছুদ্দিন, সফিউল্লাহ, মাকসুদ ও শরীফ ড্রেজার বসিয়ে সরকারি খাল থেকে বালি উত্তোলন করে তাদের দোকানের পিছনে একটি পুকুর ভরাট করে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-নোমান ও সহকারী (ভূমি) কমিশনার মোঃ জাহিদুল ইসলাম সহ ওসি তদন্ত শাহ জালাল এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করে দেয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, সরকারি জায়গা থেকে মাটি কাটা সম্পন্ন বে-আইনী। যেহেতু একজন ইউপি সদস্য জেনেশুনে বে-আইনী ভাবে সরকারি জায়গা থেকে বালি উত্তোলন করেছে, আমরা প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।