প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের প্রার্থী ট্রুম্যান
স্টাফ রিপোর্টার।
আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে জমজমাট নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মাঝে হাজির হয়ে ভোট চাচ্ছেন ধানের শীষের প্রার্থী হারুন-অর-রশিদ ট্রুম্যান।
শনিবার সকালে ভোলা পৌর ৩ নং ওয়াডে ভোটারদের মাঝে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ট্রুম্যান। সোমবার সকালে ৪ নং ওয়াডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কাছে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন , জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম ফেরদৌস, জেলা যুবদল নেতা ফারুক সিকদার ,পৌর যুবদল নেতা রিয়াদ শিকদার সহ ছাত্রদল , যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।