মনপুরায় পূজামন্ডপে পৃথকভাবে বিএনপির দুই গ্রুপের অনুদান
স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ১১টি পূজামন্ডপ পৃথকভাবে পরিদর্শন করে উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের নেতারা।
পরে প্রত্যকটি পূজামন্ডপে দায়িত্বরত সভাপতি ও সম্পাদকের হাতে অনুদানের টাকা তুলে দেন দুই পক্ষের নেতারা। গত দুই দিন (শনি ও রোববার) পূজামন্ডপ পরিদর্শন শেষে প্রথমে কেন্দ্রীয় যুবদলরে সাধারন সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়নের পক্ষে অনুদান দেন উপজেলা বিএনপির একটি পক্ষ।
তখন সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে অনুদান প্রদান করেন অপর গ্রুপ।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব্বর, যুগ্ন-সাধারন সম্পাদক আবদুর রহিম মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, যুগ্ন-আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ রহিম, উপজলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক মোঃ কবির হোসেন অন্যান্যরা।