প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪
জেলের জালে ধরা পরলো ২০ কেজি ওজনের পাঙ্গাস
স্টাফ রিপোর্টারঃ
ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পরলো ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ভোলার খাল মাছ ঘাটে মাছ তোলা হয়। মোঃ জাফর মাঝির জালে মাছটি ধরা পরে। মাছটি ওজন প্রায় ২০ কেজি হওয়াতে মাছটি তোলার পরে মাছটি দেখার জন্য অনেক লোক জড়ো হয়।
মোঃ জামাল মিয়ার আরদে মাছটি নিলামে কিনার জন্য সকল বেপারি জড়ো হয়ে মোঃ মাইনুদ্দিন মেম্বার মাছ টি ১৫৫০০ টাকায় নিলামে কিনে নেন। জাফর মাঝি বলেন, আমি সকালে একা ছোট একটি ডেঙ্গি নৌকা নিয়ে নদীতে গিয়ে জাল ফেলি। জাল টানার পরে মাছটি জালে উঠে। নদীতে ইলিশ মাছ কম হওয়াতে মাছটি পেয়ে আমি অনেক খুশি আর দাম ও অনেক ভালো পাইছি। মাইনুদ্দিন মেম্বার বলেন, এতো বড় মাছ এখন আর পাওয়া যায় না। নদীতে ইলিশ মাছ না থাকার কারনে মাছটি দাম বেশি পাইছে।