প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪
গাঁজা সেবনের সময় ২ যুবক আটক, জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
মনপুরায় বাগানে বসে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন বাগান থেকে আটক করা হয়। পরে দুপুর সাড়ে ১১ টায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাঈদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মাদকসেবী দুই যুবকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।
আটককৃত মাদকসেবী দুই যুবক হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের বাসিন্দা মোঃ মালেকের ছেলে মিরাজ (২৭) ও কলাতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে মোঃ বেচু মিয়া। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, বাগানে বসে গাঁজা সেবনের সময় দুই মাদকসেবী যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।