মেঘনায় ঝড়ে মনপুরার নৌকা ডুবি, নিখোঁজ-১
স্টাফ রিপোর্টারঃ
ভোলার মনপুরার মেঘনায় মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ১৫ জেলেসহ নৌকা ডুবে যায়। এতে ১ জেলে নিখোঁজ রয়েছে। তবে ডুবে যাওয়া নৌকার অপর জেলেরা উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলে ও মৎস্য আড়তদাররা। এছাড়াও উপজেলার বিচ্ছিন্ন ৫নং কলাতলী ইউনিয়নের কাজীরচর ও চরকলাতলীতে টিনের ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত আনুমানিক ৯ টা থেকে সাড়ে ৯ টায় পূর্ব ও পশ্চিম পাশের মেঘনায় এই ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত জেলে, আড়তদাররা স্থানীয়রা ট্রলার নিয়ে মেঘনায় অভিযান চালিয়ে নিখোঁজ ১ জেলে ব্যতিত সকল জেরেদের উদ্ধার করে। পাশাপাশি কোস্টগার্ডও জেলেদের উদ্ধার করে। ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে হলেন বশার মাঝির নৌকার জেলে মোঃ আলাউদ্দিন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা আবু তাহেরর ছেলে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার ১নং মনপুরা ইউনিয়ের আলাউদ্দিন মাঝি, বশার মাঝি, মাইনুদ্দিন মাঝি, কামাল মাঝি, নাজিম মাঝি, হাজিরহাট ইউনিয়নের রহিজল মাঝি, ইউসুফ মাঝি, মনির মাঝি, রফিক মাঝি, কবির মাঝি, শাহিন মাঝি, মালেক মাঝি ও শহিদ মাঝি।
এ ব্যাপার মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, এক জেলে নিখোঁজ রয়েছে, অপর জেলেদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা চলছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, জেলে নৌকা ডুবি নিয়ে মতভেদ আছে, তবে অসংখ্য নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ ১ জেলের ব্যাপারে থানায় পরিবার ও জেলেদের জিডি করতে বলা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে পুলিশ অভিযান করছে।