মনপুরার ৪ ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার

ভোলার কথা
মনপুরা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

মনপুরা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ভোলার মনপুরার ৪ জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার ভোর রাত ৬ টায় চরনিজামের পূর্ব-দক্ষিণ পাশে সাগর মোহনায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।এই ঘটনায় ১৫ জেলে নিখোঁজ ছিল, পরে ওইদিন দুপুর ৩ টায় নিখোঁজ সকল জেলেদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক হান্নান দপ্তরি ও মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম।

ডুবে যাওয়া ট্রলার গুলোর মালিক হলেন, শামিম মাঝির ট্রলার, ইয়াছিন মাঝির ট্রলার, গিয়াস মাঝির ট্রলার ও সামছুদ্দিন মাঝির ট্রলার। এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ের বিভিন্ন গ্রামে। ডুবে যাওয়া ট্রলারের মাঝিদের সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারে গেলে উত্তাল ঢেউয়ের তোড়ে বোটের তলা ফেঁটে পাশাপাশি থাকা ৪ টি ট্রলার ডুবে যায়। এই সময় ৪ ট্রলারে ১৫ জন জেলে নিখোঁজ ছিল, পরে তাদের মনপুরার অন্য ট্রলার উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, আমরা দুই ট্রলার ডুবির ঘটনা শুনেছি। পরে আরও দুইটি ট্রলার ডুবি ঘটনা ঘটতে পারে। সকল নিখোঁজ জেলেদের দুপুর তিনটায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, দুপুর ৩ টায় ডুবে যাওয়া সকল জেলেদের উদ্ধার করা হয়েছে।