মনপুরায় মুক্তিযোদ্ধা সংসদ’র সভাপতি সামস্ উদ্দিন চৌধুরী ও সম্পাদক কাশেম মাতাব্বর
মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরীকে সভাপতি ও মোঃ আবুল কাশেম মাতাব্বরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৩০ আগস্ট) রাত ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।
ওই সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ ভাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী।
এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি আবদুল লতিফ ভূইয়া, এ.এল.এম ছারেমুল হক ও মোঃ আবদুল মন্নান। মোঃ গোফরান মিয়াকে যুগ্ম সম্পাদক, মোঃ মহিউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, এ.কে.এম আমান উল্যাকে অর্থ সম্পাদক, মোহাম্মদ সামছুল আলমকে দপ্তর সম্পাদক, মোঃ ফারুককে প্রচার সম্পাদক, মোঃ মোখলেছুর রহমানকে ক্রীড়া সম্পাদক ও মোঃ সিরাজ উদ্দিন হাওলাদার, মোহাম্মদ নুরে আলম, মোহাম্মদ মাইন উদ্দিন হাওলাদার, মোঃ ছাইফুল্ল্যাকে সদস্য নির্বাচিত হয়।